Breaking News

Translate

Monday, January 6, 2020

অল্পের জন্য রক্ষা পেল গরীব রথ এক্সপ্রেস,আতঙ্কিত যাত্রীরা।

নিউজ ফোর সাইড ডেস্ক :: বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গরীব রথ এক্সপ্রেস।রবিবার রাতে এমনটাই ঘটনা ঘটলো।

দিন দয়াল উপাধ্যায় অর্থাৎ মঘলসারাইয়ের কাছে গিয়েই গরীব রথ এক্সপ্রেস লাইন চ্যুত হয় বলে জানা যায়।ঘটনার খবর পেয়ে রেল কর্মীরা দ্রুততার সাথে পরিস্থিতি সামাল দেয়।তবে জানা গেছে ট্রেনের গতিবেগ কম থাকার জন্য তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।কিন্তু ট্রেন লাইন চ্যুত হ্ওয়ার কথা শুনেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।তবে তা দীর্ঘ স্থায়ী হয়নি কারণ কিছু ক্ষণের মধ্যেই আবার ট্রেন চলতে শুরু করে।আড়াই ঘণ্টা পর ট্রেন চলতে শুরু করে।এর কারণে ডাউন ট্রেন চলাচল ব্যাহত হয়।

ডাউন গরীব রথ এক্সপ্রেস পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় জংশনে ৩ নম্বর প্লাটফর্মে প্রবেশ করে বিকেল ছয় টা নাগাদ।সেখান থেকে ভাগলপুরের দিকে যাওয়ার সময় ইঞ্জিনের চার টি চাকা লাইন চ্যুত হয়।খুব দ্রুততার সাথে বিভাগীয় আফিসার ও ড্ডী আর এম পঙ্কজ সক্সেনা ঘটনাস্থলে পৌঁছায়।সেইসঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধ কালীন তৎপরতায় কাজ শুরু করে।কয়েক ঘণ্টার মধ্যে ওই লাইন চ্যুত ট্রেনটিকে সরানো সম্ভব হয়।এবং নতুন ইঞ্জিনের সাথে ট্রেনটিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। দি আর এম জানিয়েছেন কেন এমন ঘটনা ঘটলো? দোষী করা?তার জন্য তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919