Breaking News

Translate

Friday, January 3, 2020

৭৩ বছরে পা পূর্ব মেদিনীপুরের কালিন্দী ইউনিয়ন হাই স্কুল।

নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ ৩ রা জানুয়ারী পূর্ব মেদিনীপুরের রামনগর দুই নং ব্লকের কালিন্দী উনিয়ন হাই স্কুলের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস উৎযাপিত হলো।

১৯৪৮ সালে এমন দিনে এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়।এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রধ্যাঘ নিবেদনের মাধ্যমের অনুষ্ঠানের শুভ সূচনা হয়।শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অনিন্দ্য দাস,সহ প্রধান শিক্ষক সাধন সাঁতরা,প্রাক্তন প্রবীণ শিক্ষক,দীপক পঞ্চ্যাধায়ী,সম্ভুনাথ দত্ত,মৃণাল কান্তি খাঁড়া,নিত্য গোপাল দাস অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক, বিডিও সাহেব, কাঁথি প্রভাত কুমার কলেজের রাষ্ট্র বিজ্ঞানের বিষয়ের অধ্যাপক সুবীর সামন্ত, বর্তমান শিক্ষক ও শিক্ষিকা ও শিক্ষা কর্মী বৃন্দ প্রমুখ।

তারপর স্কুলের এনসিসি ও সিকুরিটি বিভাগের ছাত্র ছাত্রীরা তাদের অভি প্রদর্শন করে।ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত,নৃত্য পরিবেশন করে।প্রধান শিক্ষক অনিন্দ্য দাস তার বক্তব্যে স্কুল প্রতিষ্ঠা সময়ে তত্কালীন রাজ্যপাল কৈলাস কর্তুজের কথা সবার সামনে তুলে ধরেন।সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শ্রী ভৌমিক বারে বারে ছাত্র ছাত্রীদের এবং অভিবাবকদের সচেতনতার কথা বলেন,শিক্ষক শিক্ষিকাদের বিশেষ ভাবে ছাত্র ছাত্রীদের উঠসহিত করার কথাও বলেন।

এদিনের প্রধান বক্তা শ্রী সামন্ত তার বক্তব্যে স্কুল প্রতিষ্ঠার নানান স্মৃতি, হজরত মহম্মদ,স্বামী বিবেকানন্দ সহ বিভিন্ন মনীষীদের উক্তি তুলে ধরেন সবশেষে ছাত্র ছাত্রীদের মানুষের মতো মানুষ হওয়ার উপদেশ দেন। পূর্ব শিক্ষা বর্ষের মেধা বৃত্তি পুরস্কার বিতরণ হয়। পুরস্কার তুলেছেন উপস্থিত বিশিষ্ঠ অতিথি বৃন্দ।সবশেষে ছাত্র ছাত্রীদের দ্বিপ্রহর কালীন বিশেষ প্রীতিভোজ এর মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি নিত্য গোপাল দাস মহাশয়।সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের বর্তমান শিক্ষক সৌমিক কর।
(ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন ও সাবস্ক্রাইব করুন)
https://youtu.be/FgVG9bhfIe0



No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919