Breaking News

Translate

Thursday, January 2, 2020

মুর্শিদাবাদ ভেঙে দুটি পুলিশ জেলা করার সিধ্যান্ত নিচ্ছে রাজ্য সরকার।

নিউজ ফোর সাইড ডেস্ক :: মুর্শিদাবাদ জেলাকে ভেঙে দুটি পুলিশ জেলা করার সিধ্যান্ত নিচ্ছে রাজ্য সরকার।এমনকি পরিবর্তনও আসছে পুলিশ প্রশাসনেও।

জেলা একটাই কিন্তু পুলিশ সুপার থাকবেন দুজন।মুর্শিদাবাদে নতুন police জেলা হবে জঙ্গিপুর।আর একটি হবে মুর্শিদাবাদ।মুর্শিদাবাদের সদর দপ্তর হবে বহরমপুর এবং জঙ্গিপুরের হবে রঘুনাথ গঞ্জ।প্রাথমিক সূত্রে খবর মুর্শিদাবাদ জেলা পুলিশের সুপার হচ্ছেন অজিত সিং যাদব।আর জঙ্গিপুরের জেলা পুলিশ সুপার হচ্ছেন অভিষেক গুপ্তা।সেইসঙ্গে বর্তমান মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমারের পদোন্নতিও হচ্ছে।
এরাজ্যে ৫৮ জন আই পি এস এর বদলীর নোটিশ দিয়েছে নবান্ন। তবে সকলের পদোন্নতির কথাও শোনা যাচ্ছে।কলকাতা পুলিশের নতুন যুগ্ম (সদর) কমিশনার হচ্ছেন শুভঙ্কর সিনহা সরকার।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919