Breaking News

Translate

Wednesday, August 25, 2021

দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে মানবিকতার পরিচয় দিলেন আবিদার মল্লিক।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: সৌরভ দাস::পূর্ব মেদিনীপুর:: দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে মানবিকতার পরিচয় দিলেন আবিদার মল্লিক।


কাকগেছিয়ায় কর্মরত মৃত সিভিক ভলেন্টিয়ার সনাতন পালের পর তমলুক ব্লকের অন্তর্গত হরিদাসপুর মৌজার রাসিকা পুর গ্রামে তমলুক থানায় কর্মরত মৃত সিভিক  ভলেন্টিয়ার মনোরঞ্জন সামন্তর পরিবারের পাশে দাঁড়িয়ে আবারো নজির গড়লেন কোলাঘাটের ভূমিপুত্র ও কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক মহাশয়।


 যিনি সর্বদায় সামাজিক কাজে অবিভক্ত মেদিনীপুর হাওড়া,হুগলি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান এবং দুস্থ অসহায় মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত রাখেন সাথে সাথে মৃত সিভিক ভলেন্টিয়ার মনোরঞ্জন সামন্তের বাড়িতে গিয়ে ছেলে এবং মেয়ের পড়াশোনার দায়িত্ব নেন আবিদার বাবু এবং মৃত সিভিক ভলেন্টিয়ার মনোরঞ্জন সামন্তের স্ত্রী অনিতা সামন্তের কাজের ব্যাপারেও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আবীদার বাবুর সামাজিক কাজে  নিয়োজিত থাকা ও দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় ভীষণ খুশি এলাকার  পঞ্চায়েত সমিতির সদস্য শেখ রেজাউল ইসলাম সহ মৃত সিভিক ভলেন্টিয়ার মনোরঞ্জন সামন্তের পরিবারের লোকজন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919