নিউজ ফোর সাইড ডেস্ক :: বঙ্গোপসাগরের নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে কয়েক দিন ধরে চলছে ঝিম ঝিম বৃষ্টি।সেইসঙ্গে হালকা হওয়া ও বজ্র বিদ্যুৎ।আর সেই বিদ্যুৎ এর জেরেই মৃত্যু হলো এক বয়স্কা মহিলার।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার কন্দরপপুর গ্রামে।জানা গেছে বিকেলে স্বামী স্ত্রী দুজনে মাঠে চাষের কাজের জন্যে গিয়েছিলেন।তখন চলছিলন হাল্কা ঝিম ঝিম বৃষ্টি। আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ হটাৎ একটি বাজপড়ে।আর সেই বাজের কারণেই মাঠে লুটিয়ে পড়ে স্ত্রী কল্যাণী জানা(৫০)।তবে প্রাণে বেঁচে যান পাশে থাকা স্বামী কালীপদ জানা। ততক্ষনাত তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।তবে বজ্রাঘাতে তার মৃত্যু নাকি আওয়াজের জেরে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়।ওনাদের পরিবারে চার মেয়ে তাদের তিন বোনের অবশ্য বিয়ে হয়েগেছে।এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে।
 

 
 
 
 
 Posts
Posts
 
 
 

 
 
 
 
No comments:
Post a Comment