Breaking News

Translate

Tuesday, May 5, 2020

কাঁথির প্রাক্তন পুলিশকর্মী নগদ অর্থ দান করলেন এলাকার দুস্থ মানুষদের মধ্যে।

নিউজ ফোর সাইড ডেস্ক :: লক ডাউনে মিলছেনা কোনো কাজ।হতে নেই টাকা করে চলবে সংসার চিন্তায় দিন কাটাচ্ছে দিন মজুর সম্প্রদায়।আবার অন্যদিকে লাইসেন্স প্রাপ্ত সূরা দোকান খোলার সাথে সাথেই দোকানের সামনে লম্বা লাইন চোখে পড়ার মতো।তবুও দুস্থ মানুষদের কথা মাথায় রেখেই জেলায় জেলায় এমনকি পাড়ায় পাড়ায় চলছে ত্রান বিতরণ।এই ত্রান কখনো সরকার থেকে আবার কখনোবা বেসরকারি সংস্থা বা ব্যক্তিগত ভাবে বিতরণ করছেন।প্রত্যেকেই সাধারণ দুস্থ মানুষের মধ্যে বিতরণ করছেন খাদ্য সামগ্রী।

তবে আজ মঙ্গলবার কাঁথির ২০ নম্বর ওয়ার্ডের ধর্মদাস বাড় এর প্রাক্তন পুলিশকর্মী সত্যভুষণ জানা তার দীর্ঘ কর্ম জীবনের অবসরের পর পেনশনের টাকা থেকে প্রায় ১০০ জনকে নগদ ২০০ টাকা করে বিতরণ করেন।সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী শিধ্যেস্বর প্রধান,পঞ্চানন বেরা প্রমুখ।শ্রী জানা বলেন প্রত্যেকেরই খাদ্য সামগ্রীর প্রয়োজন কোনো না কোনো ভাবে তা পাচ্ছেন।কিন্তু সংসারে অনেক সময় ওষুধ বা অন্য কোন জিনিস কেনার জন্যে নগদ টাকার প্রয়োজন হয়।তাই আমি আগত পরিবারের সদস্যদের জন্যে নগদ অর্থ প্রদান করলাম।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919