Breaking News

Translate

Wednesday, March 18, 2020

করোনা আতঙ্কে ঐতিহ্যবাহী গাজন বন্ধ চন্দনেশ্বর মন্দিরে।

নিউজ ফোর সাইড ডেস্ক :: পৈতে অর্থাৎ গাজন বন্ধ চন্দনেশ্বর মন্দিরে ।

পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ওড়িশা বর্ডার সংলগ্ন জায়গায় অবস্থিত বাবা চন্দনেশ্বর(শীব মন্দির) মন্দির।কয়েকদিন ব্যাপী  কোরনা ভাইরাস এর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে ,তাই বেশি ঝুঁকি নিতে নারাজ মন্দির  কতৃপক্ষ। মন্দির কতৃপক্ষ এই বছর পৈতে সহ গাজন মেলা বন্ধ করার পরিকল্পনা নিয়েছেন।  শুধুমাত্র ওই মন্দিরের বারোয়ারি ভক্তগণই পৈতে দিতে পারবেন। বহুপূর্ব হইতে প্রতিবছর ধরে বিধির বিধান মেনে লক্ষ লক্ষ ভক্তগণ এই মন্দিরে পৈতে দিয়ে থাকেন। প্রতি বছর টানা ১০ দিন ভক্তগন উপবাস করে গলায় পৈতে রেখে,চৈত্রের চরম রোদ সহ্য করে  মন্দিরের  নিয়ম মেনে মন্দির প্রাঙ্গণে থাকতে হয়। এভাবে ১০দিন শেষ হওয়ার পর শুরু হয় চড়ক মেলা। এখানে উড়িষ্যা রাজ্য সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত  পৈতে দেন।  বর্তমান সময়ে নোভেল করোনা নিয়ে রাজ্যের স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতন করছেন।সেই সঙ্গে এবছর ভক্তা না যাওয়ার কথা বলছেন এমনকি কোনো ভিন রাজ্যেও না যওয়া র নির্দেশ দিয়েছেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919