Breaking News

Translate

Sunday, March 15, 2020

বাংলা উড়িস্যা সীমান্তে "করোনা" মোকাবিলায় নাকা চেকিং।

নিউজ ফোর সাইড ডেস্ক :: করোনা সংক্রমণের মোকাবিলায় নির্দেশিকা জারি হতেই দীঘার  ওড়িশা বাংলা সিমান্তে নাকা চেকিং ও স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করা হয়েছে।

(ছবি - সুভাষ মিশ্র)
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওড়িশা  বাংলার বর্ডারে দীঘা থানা ও রামনগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নাকা চেকিং ও সচেতনতা মূলক শিবিরের ব্যবস্থা গ্রহণ করা হয়। যে সমস্ত পর্যটক ভিন রাজ্য থেকে বা বিদেশ থেকে দীঘায় বেড়াতে আসছেন তাঁরা কোনো ভাবে ভাইরাসে সংক্রমিত কিনা সেটা পরীক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। তাছাড়া যদি কোন পর্যটক বা ভিন রাজ্য থেকে আগত কোনো ব্যক্তির কোনো রকম কিছু ধরা পড়ে তাহলে তাদের জন্য দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে ও তমলুক জেলা হাসপাতালে বিশেষ আইসোলেসান ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে।গতকাল থেকে  দীঘা বর্ডার সিমান্তে  শুরু হয়েছে এই চেকিং ।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919