Breaking News

Translate

Monday, January 13, 2020

মকর সংক্রান্তির প্রাক্কালে দীঘা তটভূমি সাফাই অভিযান।

নিউজ ফোর সাইড ডেস্ক ::  দীঘায় চললো তটভূমি সাফাই অভিযান কয়েক্ দিন পরেই মকরসংক্রান্তি। তারই প্রাক্কালে দিঘা মোহনায় সাফাই অভিযান শুরু হয়।অভিযান চালান পুলিশ এবং মৎস্যজীবীরা।

সোমবার সকালে দিঘা মোহনার মৎস্যজীবি সংগঠন এবং দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশের যৌথ উদ্যোগে চলে এই অভিযান চলে।মোহনা থেকে শুরু করে সিহক ঘোলা পর্যন্ত প্রায় আড়াই কিমি সৈকতজুড়ে চলে সাফাই কর্মসূচি।

 এদিনের অভিযানে সামিল হন আগত পর্যটকরাও।প্লাস্টিক বিরোধী স্লোগান এবং বর্জনের বার্তাও দেওয়া হয় এই অভিযানের মধ্যদিয়ে।সেই সঙ্গে স্থানীয় দোকান দার, ব্যবসায়ী এবং মৎস্যজীবিদের সতর্ক করা হয়।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919